সম্মুখে দুর্গোৎসব, আর এ কারণেই পুজোর আনন্দে মেতে উঠেছে সমস্ত বাঙালি। এমতাবস্থায় ঝাড়খন্ড সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গত দুই থেকে তিন দিন ধরে লাগাতর নাছোড়বান্দা বৃষ্টির কারণে ফের জল ছাড়লো ডিভিসির মাইথন এবং পঞ্চায়েত ড্যাম। যদিও মাইথন থেকে কম জল ছাড়া হলেও জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে পঞ্চায়েত। ফলপ্রসূত বাংলার নিম্ন অববাহিকা অঞ্চল গুলিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে।

মঙ্গলবার বিভিন্ন জলধারা থেকে জল ছাড়ার পরিমাণ (DVC)
দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন বা ডিভিআরআরসি কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে। মাইথন, পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। রবিবার একটি কমলা সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সকালের পর থেকে ১ লাখ কিউসেক জল ছাড়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়।
মঙ্গলবার ডিভিসি নতুন করে ১ লাখ ১০ হাজার কিউসেক জল ছেড়েছে। এর মধ্যে মাইথন থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়লেও অন্যদিকে, পাঞ্চেত থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বর্তমানে, দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লাখ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে।
বিবিসি বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে, দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত্যাকা তথা ঝাড়খন্ড ও বাংলা সীমান্তে বিগত কয়েকদিন ধরেই ধারাবাহিক ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে এই দুই জলধারা থেকে জল ছাড়তে হচ্ছে।