আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন এবং প্রথমবারের জন্য সোনার উপর বিনিয়োগ করতে চলেছেন সেক্ষেত্রে আপনারও কিছু করনীয় রয়ে যায়। সোনা, বহু প্রাচীনকাল থেকেই এর উজ্জ্বলতা দিয়ে বহু মানুষের মন কেড়েছে। তাইতো যুগে যুগে সোনার দাম ক্রমাগত বেড়েছে বই কমেনি। আর একইভাবে বিনিয়োগকারীদের চোখের মধ্যমণীও হয়ে উঠেছে বলা যেতে পারে।
কিন্তু এমন অবস্থায় আপনিও যদি সোনাতে বিনিয়োগ করতে চান। এবং এই হলুদ ধাতুতে বিনিয়োগ যদি আপনার সেনাতে প্রথমবারের মতো বিনিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রে কিছুটা সতর্ক না থাকলেই নয়। বহু মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে যে সোনায় বিনিয়োগ নাকি খুব লাভজনক। পুরো কথাটা নেহাত মিথ্যে নয়। তাই আপনিও যে সোনাকেই বিনিয়োগের জন্য আপনার প্রথম পছন্দের তালিকায় রেখেছেন এও এমন কিছু অবাক করার ব্যাপার নয়। কিন্তু এক্ষেত্রে যে ব্যাপারগুলো আপনাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে,
আরো পড়ুন- SBI ব্যাংক এর লকার চুক্তিতে নয়া পরিবর্তন, মানতেই হবে আপনাকে।

বিনিয়োগ মানেই দু-চার টাকার ব্যাপার নয় এক্ষেত্রে লেগে যায় বেশ মোটা অংকের একটা অর্থ, আর এই বিনিয়োগ যদি হয় সোনার মত মূল্যবান ধাতুর উপর তাহলে যে মোটা অংকের অর্থ লাগবে এটাই স্বাভাবিক।
সোনার উপর বিনিয়োগের জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলি হল, সোনার গহনার উপর বিনিয়োগ, এমনকি সোনার বার হতে পারে আর এই দুই প্রকার বিনিয়োগ হল ফিজিক্যালি সোনার উপর বিনিয়োগ। এরপর রয়েছে গোল্ড ব্যাকড কারেন্সি ইনভেস্টমেন্ট, আছে গোল্ড ইটিএফ, গোল্ড মাইনিং স্টক, গোল্ড মিউচুয়াল ফান্ড, গোল্ড বন্ড ওই ছাড়াও ডিজিটাল গোল্ড এর মত বিকল্প পদ্ধতি।
আরো পড়ুন- কেন্দ্র সরকারের এই প্রকল্প থেকে 12000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে চলেছে রাজ্যের পড়ুয়ারা।
এখন আপনি যদি নিরাপদ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট অথবা সরকারি গোল্ড বন্ডেও বিনিয়োগ করতে পারেন। কারণ আপনি যদি সোনার বার কেনার কথা ভাবছেন এক্ষেত্রে বিশুদ্ধতা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। তাই আপনার জন্য ডিজিটাল গোল্ড ইনভেসমেন্ট অথবা সরকারি গোল্ড বন্ড অবশ্যই বিনিয়োগের সঠিক ও নিরাপদ মাধ্যম হয়ে উঠতে পারে।
কিন্তু আপনি যদি গোল্ড ষ্টকে বিনিয়োগের কথা ভাবছেন এক্ষেত্রে আপনাকে ভেবে দেখতে হবে যে সোনার দাম রীতিমতো নানা বিষয়ের উপর নির্ভর করে। আর কোন কারনে যদি এই স্টক নিম্নমুখী হয় এমন অবস্থায় একটা বড় লোকসানের ঝুঁকি রয়ে যায়। অবশ্য ধীরে ধীরে এই লোকশানের সূত্র ধরে সংস্থার সামগ্রিক স্টকের অবস্থাও নড়বড়ে হয়ে উঠতে পারে। যদিও এমন অবস্থায় স্টকে ইনভেস্ট করার চেয়ে ফিজিক্যালি ইনভেস্ট করায় ভালো হয়। কারণ কোন কারনে যদি স্টক ক্রমাগত নিম্নমুখী হয় তাহলে ফিজিক্যালি সোনার দামের চেয়েও স্টক এর দামে রিস্ক বেশি হয়ে যায়।
তাই আপনি যখনই শোনার উপর বিনিয়োগ করবেন এক্ষেত্রে অতি অবশ্যই আগে থেকে চিন্তাভাবনা ভালো করে নেবেন। অথবা শোনার উপর বিনিয়োগ করার ক্ষেত্রে অতি অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিনিয়োগ করবেন। এই প্রকার বিনিয়োগ সম্পর্কিত তথ্যের সাথে প্রত্যেকদিন আপডেটেড থাকতে জুড়ে থাকবেন ajkersonardam.com এর সাথে।