ন্যাশনাল মেরিট স্কলারশিপ থেকে চলে এলো পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল পড়য়াদের জন্য আনন্দের খবর। কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যের পড়ুয়ারা বার্ষিক ১২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার লাভ উঠাতে পারেন। এই স্কলারশিপ মূলত রাজ্যের সমস্ত দরিদ্র ও মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে দেওয়া হবে।
NMMS কি?
মানবসম্পদ উন্নয়ন মূলকের অধীনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত একটি মেধাবৃত্তি হল NMMS। NMMS এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপ দেওয়ার প্রধান উদ্দেশ্য হল মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
এই স্কলারশিপ পেতে গেলে পড়ুয়া সহ পড়ুয়ার পরিবারকে অবশ্যই ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। পড়ুয়াকে অতি অবশ্যই কোন সরকারি স্কুল প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ্য টাকার নিচে।

ন্যাশনাল মেরিট স্কলারশিপ এর সুবিধা পেতে হলে একটি মেধা বৃত্তি পরীক্ষা দিতে হবে পড়ুয়াকে এবং উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া প্রয়োজনীয়।
আরো পড়ুন – বিনিয়োগের জন্য কি সোনাকেই পছন্দ? এক্ষেত্রে আপনার যা করণীয়।
এই পরীক্ষায় বসতে হলে অবশ্যই পড়ুয়াকে সপ্তম ও অষ্টম শ্রেণীর পরীক্ষায় ৫৫ শতাংশ পেতে হবে। এক্ষেত্রে পড়ুয়া যদি একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে ওই পড়ুয়াকে মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর সহিত সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও পড়ুয়া যদি দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে পড়ুয়াকে একাদশ শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
আবেদন পদ্ধতি
মেধাবৃত্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে পাওয়া যাবে www.banglarshiksha.gov.in – এর অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে।
এই পরীক্ষার জন্য আবেদনপত্র জোগাড় করতে হবে www.scholarships.wbsed.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
এরপর আবেদনকারী কে প্রথমত NMMS স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে, তারপর রেজিস্ট্রেশন সহ একটি এপ্লিকেশন আইডি তৈরি করতে হবে। উক্ত অ্যাপ্লিকেশন আইডি NSP -এ ‘লগইন আইডি’ হিসাবে এবং ভবিষ্যতের রেফারেন্স এর জন্য কাজে লাগবে। এছাড়াও আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করা বাধ্যতামূলক।
বৃত্তের পরিমাণ
সফল ও উত্তীর্ণ পড়ুয়ারা বার্ষিক ১২,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ অর্থাৎ বৃত্তি পাবে। এই বৃত্তি শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ
এই বৃত্তি পাওয়ার জন্য বর্তমানে আবেদন চলছে এবং আবেদনের শেষ তারিখ হল ২৫ জুলাই ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া
এই স্কলারশিপ পেতে হলে পড়ুয়াকে দুইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষাটি হল মানসিক ক্ষমতার পরীক্ষা(MAT), এবং দ্বিতীয়টি হল স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট(SAT)। এই দুইটি পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৯০ মিনিট।