মাসের ১লা দিনেই কলকাতা বাজারে সোনার দাম ৬১ হাজার ছাড়ালো, রুপোর দামও ঊর্ধ্বমুখী

আজ ০১ জুন ২০২৩ (বৃহস্পতিবার) কলকাতা বাজারে সোনার দাম আবারও অনেকটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে রুপোর দামও খানিকটা একই কথা বলে। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সোনা ব্যবহারকারী দেশগুলির মধ্যে ভারত অন্যতম। বিবাহের অনুষ্ঠান হোক বা কোন পুজো পার্বণ প্রায় সমস্ত অনুষ্ঠানেই ভারতবর্ষে সোনা উপহার দেওয়া এবং সোনা ক্রয় করার এক রীতি বহু প্রাচীনকাল থেকেই রয়ে গিয়েছে এদেশে। কিন্তু বর্তমান সময়ে সোনার দাম এমন কিছু কিছু রেকর্ড সৃষ্টি করেছে যাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীরা প্রায় প্রত্যেকেরই নাজেহাল অবস্থা।
চলতি মাসের শুরু থেকে গত সপ্তাহের শেষ পর্যন্ত সোনার দাম সর্বোচ্চ দর থেকে বেশ অনেকটা কমেছিল। কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ চলতি সপ্তাহে কলকাতা বাজারে সোনার দাম আবারও আগুন দামের খেলায় মেতে উঠেছে। যদিও এই সপ্তাহের প্রথম থেকেই সোনার দাম উর্ধ্বমুখী হতে শুরু করেছে তবুও আজ লক্ষ্মীবারে কলকাতায় সোনার দামে ঘটেছে বড় পরিবর্তন। পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য এই মূল্যবান দুই ধাতু ক্রয়ের ক্ষেত্রে সুসময় কিনা। তো চলুন বন্ধুরা আবারো একবার চট জলদি চোখ বুলিয়ে নেওয়া যাক কলকাতায় সোনা- রুপোর দরদামে।

কলকাতায় সোনার দাম, বৃহস্পতিবার (০১জুন, ২০২৩)
কলকাতা বাজারে প্রতি ১ গ্রাম বিশুদ্ধ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের মূল্য ৬০৯০.০০ টাকা।
কলকাতা বাজারে প্রতি ১০ গ্রাম বিশুদ্ধ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের মূল্য ৬০,৯০০.০০ টাকা।
কলকাতা বাজারে প্রতি ১ গ্রাম বিশুদ্ধ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার মূল্য ৬১২০.০০ টাকা।
কলকাতা বাজারে প্রতি ১০ গ্রাম বিশুদ্ধ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার মূল্য ৬১,২০০.০০ টাকা।
কলকাতা বাজারে প্রতি ১ গ্রাম বিশুদ্ধ ২২ ক্যারেট হলমার্ক যুক্ত গহনা সোনার মূল্য ৬১২০.০০ টাকা।
কলকাতা বাজারে প্রতি ১০ গ্রাম বিশুদ্ধ ২২ ক্যারেট হলমার্ক যুক্ত গহনা সোনার মূল্য ৬১,২০০.০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
আজ কলকাতা বাজারে, বিশুদ্ধ ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার মূল্য প্রতি ১ গ্রামে বৃদ্ধি পেয়েছে ৩০.০০ টাকা এবং প্রতি ১০ গ্রামে বৃদ্ধি পেয়েছে ৩০০.০০ টাকা।
কলকাতায় রুপোর দাম, বৃহস্পতিবার (০১জুন,২০২৩)
প্রতি ১০০ গ্রাম বিশুদ্ধ রুপোর বাট এর মূল্য ৭১,২৫.০০ টাকা।
প্রতি ১ কেজি বিশুদ্ধ রুপোর বাট এর মূল্য ৭১,২৫০.০০ টাকা।
প্রতি ১০০ গ্রাম বিশুদ্ধ খুচরো রুপোর মূল্য ৭১,৩৫.০০ টাকা।
প্রতি ১ কেজি বিশুদ্ধ খুচরো রুপোর মূল্য ৭১,৩৫০.০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
রুপোর বাট ও খুচরো রুপোর মূল্য প্রতি ১০০ গ্রামে বৃদ্ধি পেয়েছে ২০.০০ টাকা এবং প্রতি ১ কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০০.০০ টাকা।
তো বন্ধুরা আমরা আশা করব আপনারা আমাদের দেওয়া এই তথ্য থেকে আজ কলকাতা বাজারে সোনা ও রুপোর দাম কতটা বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে এই হলুদ ধাতুতে দাম বৃদ্ধির কারণে আমাদের ভারতবর্ষ তথা কলকাতায় সোনার দামে ঊর্ধ্বমুখীতা লক্ষ্য করা গেছে। এই প্রকার প্রত্যেক দিনের কলকাতায় সোনা ও রুপোর দাম সম্পর্কে সদা সর্বদা আপডেটেড থাকতে- ajkersonardam.com এর পাতায় চোখ রাখতে ভুলবেন না।