মহিলাদের জন্য উচ্চ রিটার্ন মূলক সেভিংস স্কিম গুলির সম্পর্কে এখনই জানুন!

Swagatam
4 Min Read
5/5 - (1 vote)

এটা হল ২০২৩, তাই মহিলাদেরকে কোনরকম ভাবেই পুরুষদের থেকে কম কিছু ভাববেন না। বর্তমান পরিস্থিতিতে মহিলারাও পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার থেকে অফিস সমস্ত জায়গায় তাদের ধাবদাবা কায়েম রাখছে। আর এরই ফাঁকে খুঁজে নিতে চায় কিছু বিনিয়োগের বিকল্প যা ঝুঁকিহীন উচ্চ রিটার্ন দিতে সক্ষম হবে। তাই আজ এই নিবন্ধের মাধ্যমে আপনাদের বিস্তারিত ভাবে জানিয়ে দেব দীর্ঘমেয়াদী কিছু এমন সেভিংস স্কিম সম্পর্কে যেগুলি ভালো পরিমান রিটার্ন দিতে সক্ষম।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

যে সমস্ত মহিলারা কোনরকম ভাবেই কোন ঝুঁকি নিতে ইচ্ছুক নয় তাদের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো একটি অন্যতম সেভিংস স্কিম। কারণ এই স্কিম সম্পূর্ণরূপে নিরাপদ এবং সরকার চালিত। এই স্কিম আপনাকে ভবিষ্যতে একটি অত্যন্ত ভালো রিটার্ন দিতে সক্ষম। গত ২০২২-২০২৩ অর্থবছরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর বিনিয়োগের বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ।

এছাড়াও এই স্কিম এর মধ্যে আপনি সর্বনিম্ন বার্ষিক ৫০০ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন এবং সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন। এই স্কীমের ১৫ বছরের লক ইন পিরিয়ড রয়েছে আপনি চাইলে এই টাইম ডিউরেশন ৫ বছরের জন্য আরো বাড়াতে পারেন।

whatapp channel

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড

আপনার কাছে যদি মোটা অংকের টাকা থাকে সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে তা বিনিয়োগ করতেই পারেন কিন্তু আপনার কাছে যদি বেশি পরিমাণ অর্থ না থাকে সেক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড আপনার অত্যন্ত কাজে আসবে। এমনকি এ ক্ষেত্রে আপনি সিস্টেমেটিক ভাবে ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে। তাই অধিকাংশ মহিলার ক্ষেত্রে এস আই পি বেছে নেওয়া উচিত কারণ এক্ষেত্রে আপনি একেবারে লো থেকে মিডিয়াম রিস্ক অ্যাপেটাইটের নিরিখে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

আপনি মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে সর্বনিম্ন ৫০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। একেবারেই মোটা অংকের অর্থ বিনিয়োগের অল্টারনেটিভ হিসাবে আপনি এই প্রক্রিয়া বেছে নিতে পারেন। শুধু তাই নয় আপনি এস আই পি এর মাধ্যমে বিনিয়োগ কারীর পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ করে তুলতে পারেন। উক্ত পরিমাণ অর্থ আপনার কাঙ্খিত মিউচুয়াল ফান্ডে জমা রাখা সম্ভব।

সোনার উপর বিনিয়োগ

বহু প্রাচীনকাল থেকেই অসময়ের সঙ্গি ও বিনিয়োগের বিকল্প রূপ এই হলুদ ধাতু যেন সাপে বর। মার্কেট পতন হোক বা মুদ্রাস্ফীতি সোনার দাম স্বল্পক্ষণের জন্যও নিম্নমুখী হলেও, বিগত দশকের পর দশক ধরে রিপোর্ট চেক করলে দেখা যাবে ‘সোনা’ এখনো পর্যন্ত বিনিয়োগের যথাযথ উচ্চ রিটার্ন দিতে সক্ষম হয়ে এসেছে। তাই মহিলাদের অতিপ্রিয় ও পছন্দের এই হলুদ ধাতুতে বিনিয়োগ অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে ভবিষ্যৎ কালের জন্য।

ফিক্সড ডিপোজিট

আপনি যদি বার্ষিক নূন্যতম ১০০০ টাকা জমার মাধ্যমে বার্ষিক ১.৮৫% থেকে ৬.৯৫% পর্যন্ত সুদের হার পেতে ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট আপনার জন্য সঠিক বিনিয়োগ হয়ে উঠতে পারে। এখানে আপনি এক সপ্তাহ অর্থাৎ ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের নিরিখে একেবারে নিরাপদ যোগ্য বিনিয়োগ করতে পারেন। বিশেষভাবে মনে রাখবেন ব্যাংক বিশেষে সুদের হার ভিন্ন হতে পারে।

ন্যাশনাল পেনশন স্কিম

অবসরপ্রাপ্ত মহিলাদের ক্ষেত্রে এই স্কিন বিনিয়োগের দারুন বিকল্প হয়ে উঠতে পারে। এছাড়াও এই স্কিম ভারত সরকার দ্বারা চালিত। যদি আপনার অবসর জীবন সুখের করে তুলতে একেবারে নিরাপদ যোগ্য ভাবে একটি মোটা অংকের অর্থ এককালীন পেয়ে যেতে চান, তাহলে ‘ন্যাশনাল পেনশন স্কিম’ আপনার জন্য উপযুক্ত।

বন্ধুরা এই প্রকার নিত্যনতুন উচ্চ রিটার্ন মূলক বিভিন্ন ধরনের স্কিম সম্পর্কিত তথ্যের সাথে আপডেটেড থাকতে হলে – ajkersonardam.com এর পাতায় চোখ রাখতে ভুলবেন না।

Share This Article
Follow:
আমি স্বাগতম মাইতি। দীর্ঘদিন যাবত আমি ব্লগিং এর সাথে জড়িত। আজকের সোনার দাম ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রত্যহ কলকাতায় সোনার দাম, বাংলাদেশে সোনার দাম, বিভিন্ন দেশের টাকার রেট সহ দৈনন্দিন তাজা খবর সম্পর্কে সবার আগে অবগত হতে পারবেন।
Leave a comment
error: Content is protected !!