পুরনো সোনার গহনা বিক্রির নতুন নিয়ম জানা আছে তো? না থাকলে ভোগান্তি আপনার! কারণ ভারত সরকারের নিয়ম অনুযায়ী চলতি বছরে এপ্রিল মাসের শুরু থেকেই সোনার গহনা ক্রয় হোক বা বিক্রয়- হলমার্ক থাকা বাধ্যতামূলক। দোকান হোক বা শোরুম তাদের যেমন হলমার্কিং এর এই প্রতীক চিহ্ন সহ সোনা বিক্রয় করতে হবে তেমনি আপনিও যদি সোনা বিক্রয় করতে চান তাহলে সেই সোনায় হলমার্কিং এর এই প্রতীক চিহ্ন থাকা বাধ্যতামূলক। এটাই সোনা বিক্রয় ও ক্রয়ের নতুন নিয়ম।
পুরনো সোনার গহনায় রশিদ না থাকাটা যেমন অস্বাভাবিক কিছু নয় তেমনি পুরনো গহনা সোনায় হলমার্কিং প্রতীক চিহ্নের ব্যাপারটা। অতি পুরনো কে তো বাদ দেওয়া যেতেই পারে এমনকি আমাদের মায়েদের সমস্ত গহনাতেও হয়তো হলমার্কিং এর প্রতীক চিহ্ন থাকে না। তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরনো সোনায় হলমার্কিং করার নিয়মাবলী ও এর ফলে শোনা ক্রয় বিক্রয়ের সুবিধা সমূহ।

পুরনো সোনায় হলমার্কিং করার নিয়ম
আমরা প্রায় প্রত্যেকেই এই নতুন নিয়ম জেনে অবাক হয়েছি তবুও এটাই সত্যি। কিন্তু এখন আসল প্রশ্নটা হল পুরনো সোনায় হলমার্কিং আসবে কোথা থেকে? তাহলে কি মানুষ যেই সোনাকে অসময়ের সঙ্গী হিসেবে এতদিন জমিয়ে রেখেছিল তা কি আর বিক্রয় করা যাবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পড়তে থাকুন।
আপনাদের জেনে রাখা প্রয়োজন সরকার এই নিয়ম প্রচলন করেছে যাতে করে আমাদের অর্থাৎ সাধারণ মানুষকে সোনা ক্রয় ও বিক্রয়ের সময় কোন প্রতারণার শিকার না হতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সরকার আমাদের পাশেই রয়েছে। অর্থাৎ পারিবারিক পুরানো গহনা হলমার্ক করিয়ে নেওয়ার সুযোগ সরকার দিচ্ছে আমাদের।
ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স ওয়েবসাইট অনুসারে, আমরা প্রত্যেকেই বি আই এস রেজিস্টার্ড জুয়েলার্স এর মাধ্যমে পুরনো সোনার গহনায় হলমার্কিন এর প্রতীক চিহ্ন বসিয়ে নিতে পারি। জুয়েলার সেই গহনায় বি আই এস অ্যাসেয়িং এন্ড হলমার্কিং সেন্টার থেকে হলমার্কিং এর এই প্রতীক চিহ্ন বসিয়ে এনে দেবে। প্রতি গহনা পিছু হলমার্কিং কর হিসাবে ৪৫ টাকা করে দিতে হবে।
এরফলে আপনাকে আপনার পারিবারিক পুরনো গহনা বিক্রির সময় কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। তেমনি অন্যদিকে আপনি যদি কোন সোনার গহনা ক্রয় করতে যান তাহলে আপনি অবশ্যই এই হলমার্কিং প্রতীক চিহ্ন দেখে তবেই সোনার গহনা কিনবেন। এতে করে আপনাকে কোন প্রতারণার শিকার হতে হবে না।
এই প্রসঙ্গে আপনার জেনে রাখা ভালো যে হলমার্কিন এর প্রতীক চিহ্ন বদলে গিয়েছে। এখন থেকে হলমার্কে মোট তিনটি প্রতীক চিহ্ন থাকবে। অবশ্য আপনি পুরনো হলমার্কিং প্রতীক চিহ্ন নিয়ে দুশ্চিন্তা করবেন না, ওই চিহ্ন থাকলেও আপনি সোনার গহনা ক্রয় অথবা বিক্রয় দুই করতে পারবেন।
তো বন্ধুরা এরকমই গহনা সম্পর্কিত যেকোনো ইনফরমেটিভ আপডেট পেতে সর্বদা জুড়ে থাকবেন- ajkersonardam.com এর সাথে।