আপনিও কি ফিক্সড ডিপোজিট করেছেন SBI, Axis অথবা HDFC এর যেকোনো একটিতে? এখনই জেনে নিন কোন ব্যাংক দেবে আপনাকে সর্বোচ্চ রিটার্ন

Swagatam
4 Min Read
Rate this post

দেশীয় বড় বড় ব্যাংক গুলির মধ্যে অন্যতম হলো SBI, Axis এবং HDFC ব্যাংক। তাই বহু মানুষ উচ্চ সুদ পাবার আশায় ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে উক্ত তিন ব্যাংকের মধ্যেই যে কোন একটিকে বেছে নেন। এছাড়াও গত ২০২২ সালের মে মাস থেকেই ভারতবর্ষে সুদের হার ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। তাই ফিক্সড ডিপোজিট-এ সুদের হার-ও লাফিয়ে বৃদ্ধি পেয়েছে।

এখন আমাদের আলোচ্য বিষয় উক্ত তিন ব্যাংক অর্থাৎ SBI, Axis এবং HDFC এর মধ্যে ২ কোটি টাকার নিচে ফিক্স ডিপোজিট এর উপর কোন ব্যাংক কতটা সুদ দিয়ে থাকে।

SBI ব্যাংক – ১ বছর থেকে ২ বছরের কম: সাধারণ ৬.৮০%, সিনিয়র সিটিজেন ৭.৩০%। ২ বছর থেকে ৩ বছরের কম: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৫০%। ৩ থেকে ৫ বছরের কম: সাধারণ ৬.৫০%, সিনিয়র সিটিজেন ৭.০০%। ৫ থেকে ১০ বছর পর্যন্ত: সাধারণ ৬.৫০%, সিনিয়র সিটিজেন ৭.৫০%।

whatsapp channel

Axis ব্যাংক– ১ বছর থেকে ১ বছর কম ৪ দিন: সাধারণ ৬.৭৫%, সিনিয়র সিটিজেন ৭.৫০%। ১ বছর ৫ দিন থেকে ১ বছরের কম ১১ দিন: সাধারণ ৬.৮০% , সিনিয়র সিটিজেন ৭.৫৫%। ১ বছর ১১ দিন থেকে ১ বছরের কম ২৪ দিন: সাধারণ ৬.৮০%, সিনিয়র সিটিজেন ৭.৫৫%। ১ বছর ২৫ দিন থেকে ১৩ মাছের কম: সাধারণ ৬.৮০%, সিনিয়র সিটিজেন ৭.৫৫%। ১৩ মাস থেকে ১৪ মাসের কম: সাধারণ ৭.১০%, সিনিয়র সিটিজেন ৭.৮৫%।

আরো পড়ুন- ভারতবর্ষে চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন প্রদানকারী শহরের তালিকা।

১৪ মাস থেকে ১৫ মাসের কম: সাধারণ ৭.১০%, সিনিয়র সিটিজেন ৭.৮৫%। ১৫ মাস থেকে ১৬ মাসের কম: সাধারণ ৭.১০%, সিনিয়র সিটিজেন ৭.৮৫%। ১৬ মাস থেকে ১৭ মাসের কম: সাধারণ ৭.১০%, সিনিয়র সিটিজেন ৭.৮৫%। ১৭ মাস থেকে ১৮ মাসের কম: সাধারণ ৭.১০%, সিনিয়র সিটিজেন ৭.৮৫%। ১৮ মাস থেকে ২ বছরের কম: সাধারণ ৭.১০%, সিনিয়র সিটিজেন ৭.৮৫%।

২ বছর থেকে ৩০ মাসের কম: সাধারণ ৭.০৫%, সিনিয়র সিটিজেন ৭.৮০%। ৩০ মাস থেকে ৩ বছরের কম: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৭৫%। ৩ বছর থেকে ৫ বছরের কম: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৭৫%। ৫ বছর থেকে ১০ বছর: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৭৫%।

HDFC ব্যাংক – ১ বছর থেকে ১৫ মাসের কম: সাধারণ ৬.৬০%, সিনিয়র সিটিজেন ৭.১০%। ১৫ মাস থেকে ১৮ মাসের কম: সাধারণ ৭.১০%, সিনিয়র সিটিজেন ৭.৬০%। ১৮ মাস থেকে ২১ মাসের কম: সাধারণ ৭.০০% সিনিয়র সিটিজেন ৭.৫০%। ২১ মাস থেকে ২ বছর: সাধারণ ৭০০%, সিনিয়র সিটিজেন ৭.৫০%। ২ বছর থেকে ২ বছর ১১ মাস: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৫০%।

আরো পড়ুন- এই স্কলারশিপ এর মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের 12 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র।

২ বছর ১১ মাস থেকে তিন বছর: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৫০% । ৩ বছর থেকে ৪ বছর ৭ মাস: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৫০%। ৪ বছর সাত মাস থেকে ৫ বছর: সাধারণ ৭.২৫%, সিনিয়র সিটিজেন ৭.৭৫%। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: সাধারণ ৭.০০%, সিনিয়র সিটিজেন ৭.৫০%।

তো বন্ধুরা আমরা আশা করব আপনারা উপরিউক্ত তথ্য স্বরূপ নিবন্ধটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং কোন ব্যাংক কত পারসেন্ট সুদে রিটার্ন দিচ্ছে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। এছাড়াও আপনারা যদি এই প্রকার ব্যাংক সম্পর্কিত তথ্যের সাথে প্রত্যেক দিন আপডেট থাকতে চান- ajkersonardam.com এর পাতায় চোখ রাখতে ভুলবেন না।

Share This Article
Follow:
আমি স্বাগতম মাইতি। দীর্ঘদিন যাবত আমি ব্লগিং এর সাথে জড়িত। আজকের সোনার দাম ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রত্যহ কলকাতায় সোনার দাম, বাংলাদেশে সোনার দাম, বিভিন্ন দেশের টাকার রেট সহ দৈনন্দিন তাজা খবর সম্পর্কে সবার আগে অবগত হতে পারবেন।
Leave a comment
error: Content is protected !!