চলতি বছর ৫.৭ শতাংশ হ্রাস পেয়ে সর্বোচ্চ পতনের মুখ দেখিয়েছে সোনা। তবে দাম আরো কতটা কমবে? হলুদ ধাতুতে বিনিয়োগের এটাই সঠিক সময় কিনা? অথবা এখনো কতদিন অপেক্ষা করা উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি। চলতি বছর ২৪ মে তারিখে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৬২,২৭০ টাকা। এখন বর্তমানে জুন মাসের ২৪ তারিখে সমপরিমাণ সোনার দাম নেমে এসেছে ৫৯,১৭০ টাকায়।

বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্বের সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাংক গুলির কোনঠাসা পরিস্থিতি। ফলপ্রসূত, দেশীয় বাজারে সোনার দাম স্বল্প সময়ের জন্যই কমেছে বলে জানিয়েছেন ‘অগমন্ট গোল্ড ফর অল-এর ডিরেক্টর শচীন কোঠারি। কোঠারির মত অনুযায়ী সোনার দাম আরো ৩-৪ শতাংশ কমবে। মার্কিন এফইডি গত ১৫ মাসে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ৫০০ বিপিএস, বিওই ৪৫০ বি পি এস এবং ইসিবি ৪০০ বিপিএস দ্বারা সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার উপর। যদিও আগামী ২-৩ মাসের মধ্যে এখনো বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে তিনি মনে করেছেন।
বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের কার্যকলাপ ও পুরো বিশ্বের অর্থনৈতিক তথ্যের পরিস্থিতির উপর দৃষ্টিপাত করলে মনে হয় চলতি সময়ের এই সোনার দামে পতন কেবলমাত্র মুনাফা বুকিং এর ফলাফল ছাড়া আর কিছুই নয় এমনই তথ্য পাওয়া যায় বিঘ্নহার্তা গোল্ড লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র লনিয়ার কাজ থেকে। তিনি আরো জানান যে ভবিষ্যতে সোনার দাম খুব বেশি কমার আশা করা ভুল।
সোনায় বিনিয়োগের এটাই কি সঠিক সময়?
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যে সমস্ত বিনিয়োগকারী বর্তমান পরিস্থিতিতে সোনার উপর বিনিয়োগ করতে চান তাদের কিস্তিতে সোনা কেনা শুরু করা উচিত। কারণ মুদ্রাস্ফীতির উদ্বেগ নিকট ভবিষ্যতেও থাকবে বলে এমনটাই আশা করা যায়।
শচীন কোঠারির মতে, এই সময় হলো সোনা কেনার উপযুক্ত সময়। চলতি বছরের শেষের দিকে আবারো এই দাম ভালোমতোই মাথা ছাড়া দিয়ে উঠবে বলে এমনটাই জানিয়েছেন তিনি। অপরদিকে মহেন্দ্র লুনিয়াও এই সময়টাকে সোনার উপর বিনিয়োগের জন্য সঠিক বলে মনে করেন।
বন্ধুরা, এই প্রকার সকল ধরনের স্বর্ণ সম্পর্কিত আপডেট সবার আগে পেতে জুড়ে থাকবেন- ajkersonardm.com এর সাথে।