আনন্দ সংবাদ! চলতি মাস থেকেই DA বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের!

Swagatam
2 Min Read
5/5 - (2 votes)

চলতি মাস থেকেই DA বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই বছর চলতি জুলাইয়েই আবারও একবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়তে চলেছে। যদিও জুলাই মাস এখনো শেষ হয়নি। আর চলতি মাসের শেষে AICPI এর সূচক প্রকাশিত হলেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের DA ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে, তা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।

যদিও এই বৃদ্ধি 7th pay commission অর্থাৎ সপ্তম বেতন কমিশনের অনুমোদনের ফলেই হবে বলে জানা গিয়েছে। শেষবারের মতো কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA বৃদ্ধি পেয়েছিল চলতি বছর মার্চ মাসে। অবশ্য এটি কার্যকর হয়েছিল ১লা জানুয়ারি ২০২৩ থেকেই।

আরো পড়ুন- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সুদের হার ও ডিপোজিট লিমিট দুইয়েরই বৃদ্ধি পেয়েছে।

whatsapp channel

এবারেও আশা করা হচ্ছে বৃদ্ধি পাওয়া DA নিয়ে ঘোষণা করা হবে আগামী অক্টোবরে। কিন্তু এটি কার্যকর হবে ১ জুলাই ২০২৩ থেকেই।

গত মে মাসে AICPI এর সূচক ৪৫.৫৮ শতাংশ ছিল। এখনো জুন মাসের নম্বর আসা বাকি রয়েছে। বর্তমানে AICPI এর গড় ৪৫.৫৮ শতাংশ ছুঁয়ে গেছে। এবং AICPI এর সূচক ১৩৪.৭ হয়েছে। তাই এটি নিশ্চিত করা যায় যে মোদি সরকারের কর্মীদের DA বৃদ্ধি পেতে চলেছে কমপক্ষে ৪ শতাংশ।

আরো পড়ুন- যে পাঁচ উপায় মেনে চললে আপনি শীঘ্রই ধনী হয়ে উঠবেন।

দেশীয়বাজারে বিভিন্ন দ্রব্যাদি সামগ্রীর দামের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA বাড়ানো হয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ করে DA পাচ্ছেন। এর উপর আরও ৪ শতাংশ DA বৃদ্ধি পেলে সংখ্যাটা দাঁড়ায় ৪৬ শতাংশে।

তো বন্ধুরা আমরা আশা করব আপনারা উপরিউক্ত তথ্যটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং মোদি সরকার কর্মীদের জন্য কতটা পরিমান DA বাড়াতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। এছাড়াও এই প্রকার গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সর্বদা আপডেটেড থাকতে – ajkersonardam.com এর পাতায় চোখ রাখতে ভুলবেন না।

Share This Article
Follow:
আমি স্বাগতম মাইতি। দীর্ঘদিন যাবত আমি ব্লগিং এর সাথে জড়িত। আজকের সোনার দাম ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রত্যহ কলকাতায় সোনার দাম, বাংলাদেশে সোনার দাম, বিভিন্ন দেশের টাকার রেট সহ দৈনন্দিন তাজা খবর সম্পর্কে সবার আগে অবগত হতে পারবেন।
Leave a comment
error: Content is protected !!