আপনারও কি SBI ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করিয়ে নিন প্যান কার্ড। এর ফলে আপনি ভবিষ্যতে অনেক সুবিধা পেতে চলেছেন এবং সমস্ত প্রকার ঝঞ্ঝাট মুক্ত লেনদেনের সাক্ষী হতে চলেছেন। অবশ্য বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যাংক গুলি নতুন একাউন্ট ওপেনিং এর সময়ই প্যান লিঙ্ক করিয়ে নিয়ে থাকেন।
এ ক্ষেত্রে আপনি sbi ব্যাংকে নতুন একাউন্ট খুলেছেন কিন্তু আপনার যদি প্যান কার্ড লিঙ্ক করানো না থাকে সেক্ষেত্রে এই কাজ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব আপনি আপনার এসবিআই অ্যাকাউন্টের সাথে প্যান লিংক করিয়ে নিন। আর আপনার এটাও জেনে রাখা উচিত যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক এর ফলে আপনি বেশ কিছু বিশেষ সুবিধা পেতে চলেছেন ভবিষ্যতে।

আপনি যদি একেবারে ঝঞ্ঝাট মুক্ত লেনদেন করতে চান তাহলে এখনই আপনার SBI অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিন। কারণ সংশোধিত আয়কর বিধি অনুযায়ী, এসবিআই ব্যাংকের সমস্ত সেভিংস একাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক শুধুমাত্র বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট গুলি ছাড়া। এখন আনন্দের সংবাদ এটাই যে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক বাড়ি বসেই অনলাইন মাধ্যমে অথবা ফোন কল এর মাধ্যমেই করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং মাধ্যম:

ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে প্যান কার্ড লিঙ্ক করতে হলে আপনার প্রথম কাজ হবে www.onlinesbi.com ওয়েবসাইট ওপেন করতে হবে। তারপর দ্বিতীয় স্টেপে আপনাকে ‘প্রোফাইল প্যান রেজিস্ট্রেশন’ অপশানে ক্লিক করতে হবে। এই অপশন আপনি আপনার স্কিনে ‘মাই অ্যাকাউন্টস’ ট্যাবে গেলেই দেখতে পাবেন। তারপর খুলবে নতুন একটি পেজ। এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং প্যান নম্বর ঝটপট লিখে ফেলতে হবে। ব্যাস তারপর নিচে অবস্থিত সাবমিট বিকল্প ক্লিক করে দিন।
এরপর শুরু হবে আপনার অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক এর প্রক্রিয়া। আন্দাজ এই মাধ্যম সম্পূর্ণ হতে মোটামুটি এক সপ্তা সময় লাগতে পারে।
ফোন কল (customer care hotline) মাধ্যম:

এই মাধ্যমে আপনি যদি আপনার একাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে কাস্টমার কেয়ার হাটলাইন নাম্বার ১৮০০ ৪২৫ ৩৮০০ তে ফোন করতে হবে। তারপর আপনার উপযুক্ত ভাষা নির্বাচন করুন। এখন অ্যাকাউন্ট সম্পর্কিত পরিষেবা পেতে হলে আপনাকে ২ প্রেস করতে হবে। অন্যথা SBI এর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সঙ্গে কথা বলতে হলে আপনাকে ৯ প্রেস করতে হবে।
তারপর এক্সিকিউটিভকে একাউন্টের সাথে প্যান লিংক করার কথা বলতে হবে। এখন এক্সিকিউটিভ আপনাকে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য আপনার নাম আপনার জন্ম তারিখ এবং সঙ্গে প্রয়োজনীয় বিবরণ জিজ্ঞাস করবেন। অবশেষে আপনার নিকটবর্তী SBI শাখায় গিয়ে আপনার নিজস্ব প্যান কার্ড এর এক কপি জেরক্স অর্থাৎ ফটো কপি জমা দিতে হবে। এখন আপনার অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক সম্পন্ন হবে।