ভারত এখন স্বনির্ভর ভারত হয়ে উঠেছে। আগের থেকে অনেকটা বেশি পরিমাণ উন্নতির পথে ত্বরান্বিত হয়েছে দেশ। মানুষ যথাযথ বুদ্ধি খাটিয়ে আরো বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে শিখেছে। আর এই সুযোগে ব্যাংকগুলিও ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার বাড়িয়েছে। ফল প্রসূত বহু মানুষ ভরসা করেছে ফিক্সড ডিপোজিটের উপর।
তবে এখন আসল কথাটা হল আপনারও যদি কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট থেকে থাকে তবে এর কিছু নিয়ম আপনার জানা অত্যন্ত জরুরি। অবশ্য আপনার যদি এই নিয়মগুলি না জানা থাকে সেক্ষেত্রে আপনি মনের মত রিটার্ন তো পাবেনই না তার উপর আবার চুপিসারে খেসারত দিতে হতে পারে অনেকগুলি টাকা।
আরো পড়ুন- shoulder surfing পদ্ধতি থেকে সাবধান না হলে, মুহূর্তে হতে পারে আপনার পুরো অ্যাকাউন্ট খালি!
আপনার জানা অত্যন্ত জরুরি যে ফিক্সড ডিপোজিট থেকে যে আয় হয়ে থাকে তার উপর কর দিতে হয়। এর কারণ এই আয় আপনার মোট আয়ের সঙ্গে ধরা হয়ে থাকে। পাশাপাশি ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স প্রযোজ্য। তাই আয়কর রিটার্ন দাখিল করার সময় আপনার ফিক্সড ডিপোজিটের আয়কে আপনার অন্যান্য উৎস থেকে আয় হিসাবে দেখানো হয়ে থাকে। এক্ষেত্রে আপনার জানা প্রয়োজন যে কর ছাড় দেওয়ার কোনো রাস্তা নেই।

ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে এই কাজ করা অত্যন্ত জরুরী: প্রত্যেক নাগরিকের আধার কার্ড এর সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা আবশ্যক। এবং এই লিংকের সর্বশেষ সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। কিন্তু আপনি যদি এখনো এই লিঙ্ক এর কাজ সম্পন্ন না করে থাকেন এক্ষেত্রে ব্যাংক ফিক্সড ডিপোজিটে এর ফর্ম ১৫জি/এইচ জমা দেওয়ার অনুমতি দেবে না।
এরপর থেকে ১০ শতাংশের বদলে ২০ শতাংশ হারে টিডিএস কাটা হবে। অর্থাৎ এই একটি ভুলের কারণে আপনাকে আরো বেশি করে ট্যাক্স জমা করতে হবে এবার থেকে।
ট্যাক্স বাঁচানোর পদ্ধতি: আয়কর বিভাগ থেকে নাগরিকদের জানানো হয়েছে যে প্যান কার্ড পুনরায় সক্রিয় করতে ই ফাইলিং পোর্টালের মাধ্যমে ১০০০ টাকা জমা করতে হবে। এখন এই জরিমানা দেওয়ার আগামী ৩০ দিন পর্যন্ত আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় থাকবে। এবং ৩০ দিন সম্পন্ন হলে তারপর আবার পুনরায় আপনার প্যান কার্ড সক্রিয় হবে। এবং এই পদ্ধতি অবলম্বন করেই পুনরায় আপনার প্যান কার্ড সক্রিয় করনের মাধ্যমে আপনি অতিরিক্ত ট্যাক্স বাঁচাতে পারবেন।
আরো পড়ুন- আপনি কি SBI অথবা ICICI গ্রাহক? এই সুখবর শুধু আপনারই জন্য।
টিডিএস কাটার নিয়মাবলী: আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন এক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৫০ হাজার টাকার ঊর্ধ্বে হলে টিডিএস কাটা হবে। এবং আপনি যদি প্রবীণ নাগরিকের আওতায় না পড়ে থাকেন এক্ষেত্রে সুদের হার ৪০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হয়ে থাকে।
টিডিএস কাটার জন্য ব্যাংক আপনার ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটির সময় পর্যন্ত অপেক্ষা করে না। অর্থাৎ প্রতিবছর সুদ পরিশোধ করার সময় এই টিডিএস কেটে নেয় ব্যাংক।