হজযাত্রা শুরুর আগেই, দাম বাড়তে লেগেছে সৌদি রিয়ালের

Swagatam
2 Min Read
2.9/5 - (13 votes)

বর্তমান সময় থেকেই সৌদি-বাংলাদেশ বিমান চলাচল বেড়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো আগামী ২১ মে থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের হজের জন্য খরচ পড়বে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এমনকি এখন থেকেই এর প্রভাব পড়েছে সৌদি রিয়ালে।

হজযাত্রীদের খরচ বাড়ার পিছনে প্রধান কারণ হলো ব্যাংকের পাশাপাশি খোলা বাজারে রিয়ালের দাম বৃদ্ধি। মাত্র এক বছরের মধ্যেই প্রতি রিয়ালে দাম বেড়েছে প্রায় ৭ টাকারও বেশি। বিগত তিন মাসের রিপোর্ট তুলে ধরলে দেখা যাবে ব্যাংক গুলিতে সৌদি রিয়ালের দাম বেড়েছে প্রায় ২ টাকা।

ব্যাংকারদের কাছ থেকে তথ্য স্বরূপ জানা যায়, সৌদি কর্মরত প্রবাসী ভাইয়েরা ব্যাংকের পরিবর্তে খোলা বাজার ও মানি চেঞ্জারে গিয়ে সৌদি থেকে নিয়ে আসা সৌদি রিয়াল বিক্রয় করে থাকেন। এর ফলে ব্যাংকে বাড়ছে রিয়ালের রেট।

whatapp channel

বর্তমান সময়ে বিগত ৫ ফেব্রুয়ারি থেকে জনতা ব্যাংক প্রতি রিয়াল বিক্রি করছে ২৯ টাকা ৫০ পয়সা। কিন্তু ৫ মার্চ এর দাম বেড়ে হয় ৩০ টাকা ৫০ পয়সা। আবার পরের মাসেই ০৫ এপ্রিল এই ব্যাংক প্রতিরিয়াল বিক্রি করেছে ৩১ টাকা ২০ পয়সা। বর্তমানে এই ব্যাংকে একই দাম বজায় রয়েছে।

অন্যদিকে অগ্রণী, রুপালি ও সোনালী ব্যাংকে এর চেয়ে ১০-২০ পয়সা বেশি দামে বিগোচ্ছে সৌদি রিয়াল।

বর্তমান সময়ে ব্যাংকের চেয়ে খোলা বাজারে সৌদি রিয়ালের দাম এখনো পর্যন্ত কমই চলছে। যেমন খোলা বাজারে ও মতিঝিলের মানি চেঞ্জারে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে ২৯ টাকা ৭৫ পয়সা থেকে ২৯ টাকা ৮৫ পয়সা দামে। মতিঝিলের খোলাবাজারের মুদ্রা ব্যবসায়ীরা জানান এই সময় রিয়ালের চাহিদা থাকে তুঙ্গে। সেই তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি হয়ে থাকে।

Share This Article
Follow:
আমি স্বাগতম মাইতি। দীর্ঘদিন যাবত আমি ব্লগিং এর সাথে জড়িত। আজকের সোনার দাম ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রত্যহ কলকাতায় সোনার দাম, বাংলাদেশে সোনার দাম, বিভিন্ন দেশের টাকার রেট সহ দৈনন্দিন তাজা খবর সম্পর্কে সবার আগে অবগত হতে পারবেন।
Leave a comment
error: Content is protected !!