আপনিও কি SBI অথবা ICICI গ্রাহক? তাহলে বড় সুখবর আপনার জন্য! সবটা এখনি জানুন

Swagatam
3 Min Read
3/5 - (1 vote)

SBI এবং ICICI গ্রাহকদের জন্য এবার বড় সুখবর! আপনি যদি এই দুই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এক্ষেত্রে আপনিও আপনার RuPay ক্রেডিট কার্ড UPI অ্যাপের সঙ্গে লিঙ্ক করে লেনদেন শুরু করতে পারবেন। এবং এই পদ্ধতি অবলম্বন করে ইতিমধ্যেই গ্রাহকরা লেনদেন শুরু করেছেন।

যেহেতু SBI দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এবং ICICI হল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক এক্ষেত্রে এই দুই ব্যাংক RuPay ক্রেডিট কার্ড এর মাধ্যমে UPI লেনদেনের সুবিধা দিয়েছে সম্পূর্ণরূপে। ফলে এই দুই ব্যাংকের গ্রাহকরা অনায়াসেই তাঁদের RuPay ক্রেডিট কার্ড এর সাথে UPI অ্যাপ লিংক করে যে কোন প্রকার লেনদেন ইতিমধ্যেই শুরু করতে পারেন।

আরো পড়ুন- ফিক্সড ডিপোজিট করেছেন অথচ এই কাজ করতে ভুলেছেন? অতিরিক্ত খেসারত দিতে হবে আপনাকে!

whatapp channel

এছাড়াও আমাদের ভারত সরকার প্রদত্ত BHIM অ্যাপ আগেই যেকোনো ১১ টি ব্যাংক এর RuPay ক্রেডিট কার্ড এর সাথে এই UPI অ্যআপ লিংক করার অনুমতি দিয়েছে। তাই উভয় ব্যাংকের যে কোন গ্রাহক, তাদের নিজস্ব RuPay ক্রেডিট কার্ড এর সঙ্গে BHIM অ্যাকাউন্ট লিংক করতে পারেন।

আরো পড়ুন- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ও ডিপোজিটের লিমিট দুই-ই বেড়েছে

এছাড়াও UPI অ্যাপ এর জগতে আরো যে সব ভারত সরকার অনুমোদিত অন্যান্য অ্যাপ রয়েছে যেমন Google pay, Paytm Phonepe ইত্যাদি আপনার নিজস্ব নির্বাচিত ব্যাংক গুলির RuPay ক্রেডিট কার্ড এর সাথে লিঙ্ক করে লেনদেন করতে পারেন।

ক্রেডিট কার্ড লিঙ্ক এর পদ্ধতি

আপনাকে নিজস্ব RuPay ক্রেডিট কার্ড লিঙ্ক করতে হলে প্রথমে BHIM UPI অ্যাপ খুলতে হবে। এরপর ব্যাংক একাউন্ট অপশনে ক্লিক করতে হবে, তা সম্পন্ন হলে আপনাকে এরপর অ্যাকাউন্ট লিংক বিভাগে ঢুকতে হবে এবং + আইকন টিতে ক্লিক করতে হবে।

এরপর আপনার সামনে ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড নামে দুটি অপশন খুলে যাবে। আপনাকে ক্রেডিট কার্ড অপশনে যেতে হবে। তারপর আপনার নিজস্ব RuPay কার্ড এর শেষ ছয়টি সংখ্যা উল্লেখ করতে হবে। তারপর আপনার মোবাইল নম্বরে একটি otp পাঠানো হবে।

এখন আপনাকে ওই otp সংখ্যাটি প্রদান করতে হবে। এখন সময় এসেছে UPI পিন সেট করার। এখন অত্যন্ত ধৈর্য্যতার সহিত আপনার পছন্দমত একটি নির্দিষ্ট UPI পিন সেট করে নিন। অবশেষে আপনি নিজস্ব ক্রেডিট কার্ড এর মাধ্যমে যে কোন প্রকার UPI পেমেন্ট করতে সক্ষম। ফলপ্রসূত, এখন বিপুল পরিমাণ গ্রাহক এই পদ্ধতি অবলম্বন করে অত্যন্ত উপকৃত হবেন।

Share This Article
Follow:
আমি স্বাগতম মাইতি। দীর্ঘদিন যাবত আমি ব্লগিং এর সাথে জড়িত। আজকের সোনার দাম ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রত্যহ কলকাতায় সোনার দাম, বাংলাদেশে সোনার দাম, বিভিন্ন দেশের টাকার রেট সহ দৈনন্দিন তাজা খবর সম্পর্কে সবার আগে অবগত হতে পারবেন।
Leave a comment
error: Content is protected !!